মহান বিজয় দিবস, ১৬ ডিসেম্বর
আজ মহান বিজয় দিবস। ১৬ ডিসেম্বর বাঙালি জাতির জীবনের সর্ব শ্রেষ্ঠ পবিত্রতম দিন। ১৯৭১ সালের এই দিনে নয় মাসের রক্তক্ষয়ী সংগ্রাম, সংঘর্ষ এবং মুক্তি যুদ্ধ শেষে ঢাকার রেসকোর্স ময়দানে (বর্তমান সোহরাওয়ার্দী উদ্যান) আত্মসমর্পণ করে পাকিস্তানি হানাদার বাহিনী।।
বিজয় দিবসের এই ক্ষণটির জন্ম হবার পেছনে রয়েছে সুদীর্ঘ ইতিহাস। মূলত ঊনবিংশ শতাব্দীর শুরু থেকে ই উপমহাদেশে নিজস্ব জাতি স্বত্বতার আত্মপরিচয়ের স্পৃহা জাগ্রত হয়। কালক্রমে রাজনৈতিক, অর্থনৈতিক, ধর্মীয় এবং সাংস্কৃতিক সর্বোপরি ভৌগোলিক ইত্যাদি বিষয় গুলো প্রাধান্য পেয়েছে। যার ফলশ্রুতিতে ভারতীয় উপমহাদেশের মানুষ কে দেখতে হয়েছে বঙ্গভঙ্গ ১৯০৫ এবং বঙ্গভঙ্গ রদ ১৯১১ সালে। প্রচণ্ড গণআন্দোলনের মুখে বঙ্গভঙ্গ রহিত হলেও দ্বিতীয় বার বঙ্গভঙ্গ হয় ১৯৪৭ সালে। যার ফলে পূর্ববঙ্গ পাকিস্তানে এবং পশ্চিমবঙ্গ ভারতে যুক্ত হয়। এই পূর্ব বঙ্গই পরবর্তীকালে পাকিস্তানের কাছ থেকে এক রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে ১৯৭১ সালে স্বাধীনতা লাভ করে।
১৯৭১ সালের ১৬ ডিসেম্বর আমরা বিজয় অর্জন করেছি। এই কথাটি বলা যতো সহজ, এটা অর্জন করা এতোটা সহজ ছিলো না। রক্তক্ষয়ী মহান মুক্তিযুদ্ধটি যার নেতৃত্বে হয়েছিলো তিনি আমাদের জাতির পিতা "বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। পাকিস্তানি শাসক গোষ্ঠীর নির্যাতন, নিপীড়ন সহ্য করে বাংলার মানুষ কে তাঁর দীর্ঘ ছায়াতলে রেখেছিলেন। পরাধীন বাংলায় শোষণ,বঞ্চনা থেকে জন্ম নেয়া ক্ষোভ ধীরে ধীরে গণ আন্দোলনে রূপ নেয়। এ দেশের মানুষ বায়ান্ন দেখেছে, ঊনসত্তর দেখেছে এবং দেখেছে একাত্তর সাল। বঙ্গবন্ধু বঞ্চিত মানুষের জন্য আজীবন জেল জুলুম সহ্য করে ও সাহসিকতার সাথে সব কিছু মোকাবেলা করেছেন।
১৯৭১ সালের ৭ মার্চ রেসকোর্স ময়দানে মুক্তি সংগ্রামের জন্য আপামর বাঙালির প্রতি নির্দেশ দেন এবং তাঁর ঐতিহাসিক ভাষণটি দেন, " এবারের সংগ্রাম, স্বাধীনতার সংগ্রাম, এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম...।"
বঙ্গবন্ধুর এই নির্দেশ এর পর বাংলার আনাচে কানাচের প্রতিটি মানুষের শিরায় শিরায়, লোহিত কণিকায় মুক্তির তুফান তুললো। যার যা আছে তা-ই নিয়ে সর্বস্তরের মানুষ এক কাতারে এসে পাকিস্তানি প্রশিক্ষিত বাহিনীর সাথে এক রক্তক্ষয়ী যুদ্ধে ঝাঁপিয়ে পড়লো।
১৭৫৭ সালে পলাশীর আম্রকাননে স্বাধীনতার যে সূর্য অস্তমিত হয়েছিলো সেই সূর্যটি ১৯৭১ এর ১৬ ডিসেম্বর আবার উদিত হলো আরো বেশী উজ্জ্বল হয়ে।
তিরিশ লক্ষ শহিদ এবং অগণিত মা বোন কে বিসর্জন দিতে হলো তাঁদের সম্ভ্রম। রক্তের স্রোতে ভেসে গেলো বাংলার সবুজ ঘাস। আজকের এই স্বাধীন বাংলাদেশ কারো কাছ থেকে দয়ার দান হিসাবে পাওয়া নয়।
"দাম দিয়ে কিনেছি বাংলা।
কারো দানে পাওয়া নয়,
দাম দিছি প্রাণ লক্ষ কোটি।
জানা আছে জগৎ ময়।"
...........................................................
সাদিয়া নাজিব, সহযোগি সম্পাদক, শিকড়
Коментарі