top of page

অগ্নি-জলে কবি একা : আসাদ মান্নান



অনিবার্য ডাক এলে অন্তরঙ্গ সব কিছু ছেড়ে

ঘুমের টানেল ধরে জীবনের সচল গাড়িটা

হঠাৎ অচল পথে মুহূর্তে গায়েব হয়ে যায়;

চূড়ান্ত অদৃশ্যে সূর্য পড়ে থাকে বরফের খাদে:

মেঘের দীঘিতে চাঁদ শূন্যতায় ডুবে মরে গেলে

ভুল পথে হেঁটে হেঁটে উলুবনে মুক্তা খোঁজে কবি--

শিশিরে সমুদ্র দেখে চমকে ওঠে প্রবল খুশিতে;

অস্তগামী জীবনের পদ চিহ্ন লুপ্ত হয়ে যায়।

পেছনে গোপন পথে কবিতার উত্তরাধিকার

প্রতীক উপমা ফেলে অলৌকিক শান্তির আশায়

সাঙ্গপাঙ্গ ছেড়ে একা পারহীন নদীর ওপারে

নৈশব্দের কল্পরাজ্যে হুট করে যদি চলে যায়,

যেভাবে সবাই যায়, গেছে কত রথি মহাজন ;

অগ্নি-জলে কবি একা যুগান্তরে দাঁড়িয়ে রয়েছে।


15 views0 comments

Recent Posts

See All
bottom of page