top of page
Jahangir Azad.jpg

আজকের কবিতা

জাহাঙ্গীর আজাদ

sikor logo 1.png

অদৃশ্য চৌকাঠ

জাহাঙ্গীর আজাদ

 

বয়ঃসন্ধি পেরুনোর তুমুল কৈশোরে

আমি হঠাৎ দৈর্ঘ্যে আশপাশের সবাইকে

ছাপিয়ে গেলাম আর

আমার প্রপিতামহের তৈরি মাটির বাড়ির

দরজায় ছিলো নিচু চৌকাঠ

  

বাড়িতে ঢুকতে বেরুতে প্রতিদিন

কতোবার যে ললাট ঠুকে যেতো

 

এতোযুগ পেরিয়ে এসেও

তোমার খুব কাছে আসতে যতোবার চাই

ললাট ঠুকে যায় ভিন্ন এক অদৃশ্য চৌকাঠে

bottom of page