top of page

অহংকার বিষয়ক : সাইফউদ্দিন আহমেদ বাবর

Updated: Apr 10



কম বেশি অহংকার সবার মাঝেই থাকে,

অতি যে নিঃস্ব তার মাঝেও

কিঞ্চিৎ অহংকার দেখা যায়-নিঃস্বতার অহংকার।

কম বেশি অহংকার সবার মাঝেই থাকে,

সাধুর থাকে-সাধুত্বের অহংকার,

চোরের থাকে-নিপুণ ভাবে চুরি

করতে পারার অহংকার।

কম বেশি অহংকার সবার মাঝেই থাকে,

যে চালাক-তার থাকে

চালাকিত্বের অহংকার,

অতি যে বোকা-তারও থাকে

বোকাত্বের অহংকার।

কম বেশি অহংকার সবার মাঝেই থাকে,

সফল যে-তার থাকে সাফল্যের অহংকার,

জগৎ সংসারে অতৃপ্ত যে

তারও থাকে-অতৃপ্তির অহংকার।

47 views0 comments

Recent Posts

See All
bottom of page