top of page

এই সপ্তাহের কবিতা : রানা জামান



চেনা মুখ কখনো অচেনা


চেনা চেনা মুখ কখনো অচেনা হয়ে যায় হয়

স্বার্থ আত্মকেন্দ্রে ঘনীভূত হলে অংকে ভজকট

চোখের চামড়ায় ঘুণ ধরে কাটে সম্পর্ক কুট্টুস

দিলের স্পন্দন কেটে তুলে নেয় মণি হয়তোবা


ছেলে কেটে ফেলে বাবার বিশ্বাস-

যেমন কেটেছে শাহজাহানে আওরঙ্গজেব


বন্ধু হরহামেশা কাটে নাতা সম্পর্কের

স্ত্রী কাটে স্বামীর, ভাই, প্রতিবেশী কাটে অহরহ


চেনার অচেনা ব্যবহার থমকে দেয় বিশ্বাস

থেমে থাকে নাকো চেনার পরিধি বৃদ্ধির কর্ষণ

কণ্টক বিছানো পথে জীবনের গাড়ি চলে অবিরাম

চেনা অচেনা হলেও অচেনাকে চেনার প্রচেষ্টা থাকে অব্যাহত


 

অশ্রুর নিষ্ফল প্রতিবাদ



শরীর নেতিয়ে গেলো কী কারণে

চোখে আবছা পর্দা পড়ে যাচ্ছে যেনো

শুয়ে আছি হাসপাতালে

কী কারণে কবে এসেছি এখানে বোধে নেই

উঠতে ব্যর্থ হয়ে এখন উঠার চেষ্টা পরিত্যক্ত

ডাক্তার জবাব দিয়েছেন কবে ভুলে গেছি

ভুলে গেছি আমি কে আমার পরিচয়

কতক মানুষ কেনো কাঁদে বুঝি না!

শুধু দেহ জুড়ে ব্যথাটা পারিনা ভুলতে কিছুতেই


চোখ বুজে থাকে নাকি খোলা সমান ফিলিং

কিম্ভূত আকৃতি নাচে অবিরাম নাচে

অঙ্গপ্রত্যঙ্গের বোধ না থাকায় তাড়াতে চাই ইশারায়

নড়ে না কিছুই! একদম না

তেতোর মতোই সয়ে যাচ্ছি নাচের ভাঙ্গা রেকর্ড

অন্ধকার গাঢ় হয়ে আসছে পল হতে পলে

পৃথিবীর এতো আলো শেষ পুরো আমার বেলায়


কান্নার ঘনত্ব বাড়ছে বুঝতে পারছি

নিঃশ্বাসে কে যেনো দড়ি বেঁধে টানছে ক্রমান্বয়ে

শরীরের কোনো অংশে প্রতিবাদ নেই কোনো

চক্ষুকোণ বেয়ে চলছে অশ্রুর নিষ্ফল প্রতিবাদ।

 

স্বাধীনতা


কাপড় কেঁচে নিশ্চিন্তে

বারান্দায় শুকানো;ভেলায়

চড়ে হুটোপুটি

পরীক্ষায় মেধার বিকাশ

ফসলের ন্যায্য

দাম পাওয়া; মুক্ত জলাশয়ে

নির্বিঘ্নে মাছ ধরা; আহার

নির্ভেজাল খাদ্যে

প্রিয় নেতাকে

ভোট; আরামের

ভ্রমণ; অকপটে কথা

বলতে পারা;রাতে

বিন্দাস চলাচল।


 


ধূলোর আছরে চিন্তায় বৈকল্য



চিন্তার পাখায় ধুলো জমে গতি শ্লথ

নাগরদোলায় দোল না থাকায় ভাঙরি

আঙ্গুলের ফাঁকে কলমের নৃত্যে ক্লান্ত চোখ

খাতার আঁচড়ে প্রাণ না থাকায় আঁকিবুঁকি

ঝাঁকুনিতে পালক পতন; কমে না ভারত্ব

পাখাই এখন ধরাচ্ছে বিরক্তি

উড়াল পতন উড়ানে শ্বাসের বারোটা

পকেট বাড়ন্তে পুষ্টির কর্তন ঘটে নিত্য

সুতোর অভাবে সূই-এর ছিদ্রে ছত্রাকের ডেন

চিন্তায় নাব্যতা কবে আসবে জানে না ঔষধ

শত্রুটা অদৃশ্য থাকায় হচ্ছে না লড়াও

হাত বজ্রমুঠো হয়ে আলগা প্রোক্ষণে

চারদেয়ালে বন্দি থেকে গিলছি ক্ষোভ

উড়তে চাই ফের বিশাল আকাশে বিন্দাস

বিরুদ্ধ বৈকল্য পলির বিস্তার উজান ভাটিতে

অক্ষরের কান্না আমাকেও করে প্রভাবিত।

66 views0 comments
bottom of page