top of page

এক মুঠো অমাবস্যা : কামরুন নাহার




এক মুঠো অমাবস্যা;

প্রতিদিন ছড়িয়ে যাই পুরো আকাশ জুড়ে;

আর নীল রঙা আকাশ

বাজারের ব্যাগ ভরে রেখে আসি

ঘন কালো অন্ধকার নর্দমায়;

জরিনা, সখিনার গল্প শুনি

ইসহাক,ওসমান এর উপন্যাসে;

মানবানুভূতি ভুলে যাই,

অনুভূতির কণা ছিন্ন বিচ্ছিন্ন করে

রাতের আকাশে ছড়িয়ে দিই অণু-পরমাণুতে;

ঠোঙায় ভরি প্রজাপতি;

আর উড়িয়ে দিই বল্লা আর ভোমরার ঝাঁক;

মেঘেদের বাক্সবন্দী করে, রূপকথাদের তালা মেরে দিই;

পরীদের রাজ্যে ঝিঁঝি পোকাদের ডেকে আনি,

দৈত্য দানোর পরিবর্তে এ আই এর ফানুস উড়াই;

রোজ এক কাপ অন্ধকার,

সন্ধ্যার গোধূলি লগ্নে পান করে যাই;

এক কাপ ঘন কালো লিকারের গভীর নীরব অন্ধকার,

এক চুমুকে নিঃশেষ করে দিই।

তবুও তার রেশ রয়ে যায় মন গহীনে

যেমন প্রতিদিন চায়ের তেষ্টা রয়ে যায়!

অন্ধকার থেকে অন্ধকারে মিলিয়ে যাই,

এক মুঠো অমাবস্যা ছড়াবো তাই;

ঝাঁজরের ফাঁকা দিয়ে তারারা গড়িয়ে পড়ে,

উঠোন খাঁ খাঁ করে আরও তিমির ঘন অমাবস্যায়!

বিস্কিটের মতো চাঁদ ডুবিয়ে দিই

ঘন কালো চায়ের লিকারে;

আর খেয়ে নিই পরিপূর্ণ জোছনা;

আলো হয়ে জ্বলে উঠবো;

এই তীব্র নীরব বাসনায়!

9 views0 comments

Recent Posts

See All
bottom of page