top of page

কবিতা প্রতিযোগিতাঃ কাব্যরূপ: টাঙ্কা (Tanka)

Updated: Sep 27, 2021



 


 

কবিতা প্রতিযোগিতা

কাব্যরূপ: টাঙ্কা(Tanka)

ভাষাঃ বাংলা

বিষয়: উন্মুক্ত



শিকড় এর সম্মানিত কবিবৃন্দ, শুভেচ্ছা।

আপনারা জেনে খুশি হবেন যে, শিকড় প্রথমবারের মত কবিতা প্রতিযোগিতার উদ্যোগ নিয়েছে। আর এই প্রতিযোগিতায় আপনাদের সবাইকে অংশ গ্রহণের জন্য আহবান আনানো যাচ্ছে।

প্রতিযোগিতার কাব্যরূপ টাঙ্কা (তানকা)। আপনাদের অবশ্যই জাপানের প্রাচীন কাব্যরীতি "টাঙ্কা(তানকা)সম্পর্কে ধারণা রয়েছে। আসুন আমরা জাপানি ঐতিহ্যবাহী রীতির কাব্যরূপ তানকা সম্পর্কে একটু জেনে নেই।


তানকা লেখার নিয়ম:

জাপানি হাইকুর মতো (Tanka)বা ওয়াকা একটি অল্প কথা শব্দের গীতি কবিতা। তানকা হাইকুর পূর্ব পুরুষ এবং জাপানের প্রাচীনতম কাব্য কাঠামো গুলোর একটি। Tan(short) ক্ষুদ্র, Ka (poem) কবিতা। সুতরাং তানকা হলো short poem বা ছোট কবিতা। এই ক কবিতায় মোট ৩১ মাত্রা (স্বর) বা সিলেবলে গঠিত হয়। স্বরবৃত্ত ছন্দে মাত্রা বা স্বরের সর্বমোট ৫টি লাইন হবে। যথাক্রমে; ৫/৭/৫/৭/৭

যেমনঃ-

১ম লাইনঃ ৫ সিলেবল বা মাত্রা

২য় লাইনঃ ৭ সিলেবল বা মাত্রা

৩য় লাইনঃ ৫ সিলেবল বা মাত্রা

৪র্থ লাইনঃ ৭ সিলেবল বা মাত্রা

৫ম লাইনঃ ৭সিলেবল বা মাত্রা।

আসুন, আমরা স্বতঃস্ফূর্তভাবে বাংলায় তানকা (Tanka) প্রতিযোগিতায় অংশগ্রহণ করি। বিজয়ীদের কবিতা সার্টিফিকেট সহ শিকড় ওয়েবসাইটে প্রকাশিত হবে।

লেখা পাঠানোর সময়ঃ- আজ, ২৪ সেপ্টেম্বর থেকে ২৮ সেপ্টেম্বর পর্যন্ত।

লেখা পাঠানোর ঠিকানাঃ- shikor20@gmail.com


বাংলা ভাষায় লিখিত ১টি মাত্র কবিতা পাঠাতে হবে।



ধন্যবাদান্তে

সাদিয়া নাজিব

এডমিন ও সম্পাদনা পরিষদ

 
 


















77 views0 comments
bottom of page