top of page

রাই কিশোরী : আজ চন্দনকৃষ্ণ পাল



তার হাসিটা বালক বেলার মতো

কী ঝলমলে রোদের ছোঁয়া পাই

দাঁতেও ঝিলিক ঠিক আগেরই মতো

কোথাও কোন আঁধার লাগে নাই।

কী করে তুই এমন আছিস বল?

মাঝবয়সে ঠিক কিশোরী রাই

তোর হাসিতে ঝরতে থাকে আলো

বালক বেলার তোকেই আমি পাই!

তিনটে বালক জীবন জুড়ে তোর

একটি বুড়ো জীবন ছুঁয়ে থাকে

কিন্তু কোথাও কালিমা তোর নাই

দুচোখ আজও সবুজ স্বপ্ন আঁকে।

রহস্য কী বলতো রাই কিশোরী

কোন মন্ত্রে আজকে তোর এ রূপ

কোন আগুনে পুড়াস প্রতিদিন

ছড়িয়ে যাস গন্ধ বিধুর ধূপ!

চোখ ফিরিয়ে নেই না কেনো আমি ?

তোর মাঝে পাই শৈশবেরই দিন

তোর কণ্ঠ আগের মতোই আছে

যাচ্ছে বেজে হারিয়ে যাওয়া বীণ।

রাই কিশোরী এমনই থাক তুই

রাই কিশোরী তুই যে আমার জুঁই।

17 views0 comments

Recent Posts

See All
bottom of page