top of page

সিজোফ্রেনিয়া : মাশরুরা লাকী




মগজের ভেতর একটা উন্মাদ

মাছি ভনভন করছে

পুনর্জন্ম হবে নতুন গৌরবে

ভিক্ষুকের চলমান সংলাপে

মনে হলো,

উচ্চারিত কবির আর্তনাদ

কল্পনা একটি ভয়ঙ্কর যুদ্ধচরিত্রতমঃ

প্রশ্রয় পেলে সিজোফ্রেনিয়ার

জানালায়-উন্মাদনা

বললো, আমি তোর আয়না

শহরের রাস্তাটা ফাঁকা পেয়ে

ফ্যান্টম পেইন বলে চিৎকার

করতে করতে অ্যাম্বুলেন্স এলো

কুমিরছানার মতো

ডাক্তারগুলোকে বারবিকিউ

খাওয়ার ইচ্ছেটা মন্দ নয়

মিষ্টি মিষ্টি কথার ধ্যান,

মহাসমাধিচক্রে আমরা সুফিবাদ

ঘোষণাপত্রে চুক্তি করেছি

আরাধনার মতো দুর্বিষহ

তোমাকে খুঁজতে যেয়ে নিজেকে খুন করেছি।

মহাকালের পথচলায় নীরবতা

স্থাপত্যশৈলী যেনো প্রাণদয়িতা

অভিন্ন মতাদর্শে উষ্ণতা ছড়ায়

যখন প্রেমের কবিতার অনুভূতি

জগতের যুগ পেরিয়ে গেলে মুখে

ড্রাগনের আগুন।

16 views0 comments

Recent Posts

See All
bottom of page