top of page

একুশের কবিতাঃ জুয়েল রাজ



 

পরিচয়


আমার কোন নাম ছিলনা,

দেশ ছিল না,

নিজের দেশে পরবাসী,

ছন্নছাড়া ভবঘুরে।

ধন ধান্যে পুষ্প ভরা দেশটি ছিল

কোথা থেকে বর্গী এলো,

ধান ও নিলো, ধন ও নিলো,

মা ও নিলো বাপ ও নিলো,

মা হারানো, বাপ হারানো

দেশটা যেন এতিম শিশু।


অমুক আসে তমুক আসে

চাবুক মারে, শাসন করে,

দাঁতাল শুয়োর, অট্টহাসে,

নয়ন জলে দেশটা ভাসে।

ঝাণ্ডা নিয়ে আসলো যারা

স্বপ্ন দেখায় দিন বদলের,

সবই ছিল কথার কথা

লুটপাট আর রাজ্য জয়ের।


জাত গিয়েছে পাত গিয়েছে

রিক্ত নিঃস্ব দেশ

মা কথাটাই ছিল শুধু

প্রাণের অবশেষ।


পাকিস্তানি হায়নারা তো

তাও নিতে চায় কেড়ে

প্রাণের মায়া তুচ্ছ করে

দাঁড়ায় সবে রুখে।


বাহান্নরই একুশ তারিখ

পলাশ রাঙা দিন,

সোনার মাটি যায় ভেসে যায়

ভাইয়ের তাজা খুন।


প্রাণ দিয়ে রক্ষা করে

মা ডাকটির বুলি,

ভয় করেনি হায়না সেনা

ভয় করেনি গুলি।


বাহান্নতে মা পেয়েছি

একাত্তুরে দেশ,

নামটি আমার লিখে রাখো

লাল সবুজের, সোনার বাংলাদেশ।

19 views0 comments
bottom of page