top of page

একুশের কবিতাঃ ফকির ইলিয়াস

Updated: Feb 22, 2022




 


গ্রহের দোকান


ফুলের দোকানে বিক্রি হচ্ছে মাস্ক,

শিশুরা ছবির বই হাতে ঢুকছে সারিবদ্ধভাবে-

একসময় তারাও খেলতো মুখোশ মুখোশ খেলা!


যে দোকানে বিক্রি হতো গ্রহ;

সেই দোকানও ছেয়ে গিয়েছিল আঁধারে....


মহামারিকালে, অনেক প্রেমও তো রহিত হয়ে যায়!


এমন এক দিনে, আমাদের ভাষাও আক্রান্ত হয়েছিল

কথার অতিমারিতে,

অথচ যারা বন্ধ করতে চেয়েছিল,

আমাদের বর্ণের বাতায়ন-

তারা জানতো না, ফুল ও গ্রহ একই শক্তি নিয়ে লুকিয়ে,

থাকে বাঙালি জাতির বুকে।



45 views0 comments
bottom of page