top of page

একুশের কবিতাঃ মজিবুল হক মণি

Updated: Feb 22, 2022






 

এদেশ মাটি


এদেশ মাটি কেমন মাটি

জ্বলছে হাজার বছর।

এ কেমন দেশমাতৃকা,

পোষে রাখে বুকে আঁচড়।


বর্গী, হুন, মারাটি আর

ফিরিঙ্গিদের খড়গ,

লুটে নিয়েছে বাংলা মায়ের

চিরশান্তির স্বর্গ।

লুটে নিয়েছে হীরা মাণিক্য,

ভাইয়ে ভাইয়ে প্রীতি,

তবু এ জাতি দাঁড়িয়ে রয়েছে,

বুকে নিয়ে সম্প্রীতি।


এদেশ মাটি কেমন মাটি,

জন্ম দেয় বেইমান।

আসে মীরজাফর বিকিয়ে দিতে

জাতির সম্মান।

ধর্মের নামে, ভাইয়ের বেশে

পাকিস্তানী এলো,

বাঙালি জাতিকে করিতে ধ্বংস,

ভাষায় আঘাত দিলো।

কেড়ে নিলো হায়নার দল,

ভাইয়ের তাজাপ্রান।

তবু ওষ্ঠে পোষে রাখে ওরা,

বাংলা ভাষার গান।

ওরা জানে না যে জাতি পুড়ে

হাজার বছর ধরে,

যে জাতি দেয় জীবন তাকে,

দাবায় কি করে?

এই মাটিতেই জাগলো আরেক,

সিরাজ পলাশীর

জাতিকে করবে মুক্ত এক

চীর বাঙালি বীর।

যার ডাকে জেগে উঠে,

বাংলার আসমান।

সে এক শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু

শেখ মজিবুর রহমান।


স্বাধীন মাটিতে বঙ্গবন্ধুর

ছিলনা তো দুশমন,

তবু নিজের ঘরেই বেড়ে উঠলো,

ঘরভেদী বিভীষণ।

পঁচাত্তরের আগস্ট মাসের

এক রাতের আঁধারে

হত্যা করলো জাতির পিতা

জাতির কুলাঙ্গারে।


সেই থেকেই রাষ্ট্রযন্ত্রে,

চেপে বসে ওরা,

যারা ছিলো ঘাতক দালাল,

পাকির দোসরেরা।


এদেশ মাটি কেমন মাটি,

রাজাকার পোষে রাখে।

যারা ধর্মকে করে বগলদাবা

কুকুরের মতো হাঁকে।

20 views0 comments
bottom of page