top of page

বিজয় দিবসের কবিতাঃ ফেরদৌস নাহার



গোলকধাঁধা

একটা স্বপ্ন দেখা ছবি, গোলকধাঁধার পথ

বেরিয়ে এসে দেখো- চিনতে পারো নাকি!

তার সমুদ্দুরের গান, দিলো নবীন ভুলের ডানা

সে উড়তে গিয়েও আঁকে মহা-শূন্য কবরখানা


কে ডাকলো অবশেষে, ভুল কণ্ঠভরা টানে

আকাশ তাকেই খুঁজেছিল, সেই গুচ্ছ তারার মাঝে?

কেউ ফুলের মালা এনে, হাত রাখল অমল হাতে

চোখ চমকে ওঠে প্রেমে, বলে, বিয়ে করি চলো!


শুনে কাঁপন ধরায় বুকে, ঘোর দীর্ঘ রাতের জট

রুদ্ধ-স্রোতের বাঁকে আজও, দুলছে অবিরল...


23 views0 comments
bottom of page