top of page

বঙ্গবন্ধুকে নিবেদিত কবিতা : আসাদ মান্নান



আগস্ট এলিজি ২০২১


যখন আগস্টে আমি ঠিক মতো ঘুমোতে পারি না,

অশান্তির অগ্নিবাণে বিদ্ধ হয় বিক্ষত বিবেক,

অপরাধবোধে পুড়ে সারা রাত নির্ঘুম কাটাই

তখন নিজেকে আমি মনে করি দোজখে রয়েছি;

করোনা রোগীর যেন শ্বাসকষ্টে ওষ্ঠাগত প্রাণ

এ কেমন দুর্বিষহ জীবনের করুণ নিয়তি!

তখন আমার কাছে মনে হয় মরণেই সুখ--

ঘুমের ভেতরে গিয়ে স্বপ্নে খুঁজি মৃত্যুর ঠিকানা।

বহু কষ্টে ঘুম নয় তন্দ্রা চোখে শুয়ে বিছানায়

স্মৃতির ভেতরে আমি খুঁড়তে থাকি স্বপ্নের পরিখা;

দুঃসহ যন্ত্রণা থেকে মুক্তি দিতে বহু দিন পর

আমার চোখের হ্রদে ঘুম আসে -- আহা কী আরাম,

জলে-স্থলে অন্তরীক্ষে চারিদিকে বিজয় উল্লাস--

পিতার কন্যার হাতে কে দিয়েছে ম্যাজিক লন্ঠন!

২.

যখন আগস্ট মাসে বৃষ্টি নামে মুষলধারায়

তখন আমার কাছে মনে হয় ওটা বৃষ্টি নয়

বাংলার আকাশ থেকে জাতির পিতার রক্ত ঝরছে,

ছেচল্লিশ বছর পূর্বে ধানমন্ডি বত্রিশ নম্বরে

যে নির্মম গণহত্যা চালিয়েছে জারজ ঘাতক

পৃথিবীতে এরকম আর কোনো নজির মেলেনা;

মুহূর্তের মধ্যে তারা বাঙালির গৌরব নিবাস

রক্তের লোহিত স্রোতে ভাসিয়ে দিয়েছে।

সেই মর্মান্তিক হত্যাযজ্ঞে মর্মাহত নদীগুলো

বেমালুম পথ ভুলে বালুচরে মুখ থুবড়ে পড়ে ,

প্রভাতে অস্থির কাক প্রাত্যহিক ডাক ভুলে যায় ;

বেদনাদায়ক সে দিনের শোকাবহ দৃশ্য দেখে

রীতিমতো বন্ধ থাকে বহমান বায়ুর প্রবাহঃ

আকাশ মাটিতে নেমে সেজদা দেয় বাংলার মাটিতে।

৩.

আগস্টে আমার বুকে স্বপ্নগুলো এক ডানাহীন

বিষণ্ণ পাখির মতো পড়ে থাকে ঝোপের আড়ালে;

গুটিকয় মাতৃগামী জানোয়ার কী করে এমন

অবলীল হত্যালীলা চালিয়েছে! জাতির কপালে

চিরস্থায়ী কলঙ্কের দাগ টানে যারা, তারা কিন্তু

একা নয়; খুনিদের সামনে দিয়ে পেছনে থেকেছে যারা

কী তাদের পরিচয়-- তারা কারা আড়ালে রয়েছে?

দিন মাস বছর ফুরলো কত -- মেলেনি উত্তর।

চারিদিকে জীবনের এত রূপ এত রঙ চোখে!

অন্ধকার মুখে নিয়ে পালিয়েছে শোকার্ত সময় ;

কী হবে পেছনে ফিরে বরং তাকাও ভবিষ্যতে

সুখের বিছানা পেতে শুয়ে থাকো অমিয় নেশায়ঃ

গভীর ঘুমের মধ্যে বিনা মেঘে বজ্রপাত পড়ে--

কে যেন দুঃস্বপ্নে বলে, তুমি খুনি -- পিতৃহন্তারক।

৪.

সুবেহ সাদেকে আজ একটা দুঃস্বপ্ন দেখতে দেখতে

সহসা আমার ঘুম ভেঙ্গে যায়: গায়ে ঘাম ঝরে

কে ঘুমে আবার এসে বললো, তুমি নিজে পিতৃঘাতী,

কী করে তা অস্বীকার করবে-- তুমি নও মূল হোতা--

প্রধান আসামী! মীর জাফরের বংশধর তুমি;

তোমার লেলিয়ে দেয়া কাপুরুষ কতিপয় খুনি

ঠিক এ সময়ে বাঙালির বাতিঘরে কী নির্মম

পৈশাচিক তাণ্ডবলীলায় আলোটা নিভিয়ে দেয়!

তুমি অকৃতজ্ঞ; তোমার মুক্তির জন্য আশৈশব

সুখ ও শান্তির ঘুম বিসর্জন দিয়ে যে মহান

জাতির স্থপতি পিতা তাঁকে তুমি খুন করলে!

খুনি তুমি আর কত পালিয়ে বেড়াবে? কলঙ্কের

এত দায় এত ভার কাঁধে নিয়ে সভ্য পৃথিবীতে

কে হায় তোমার মতো নির্বিকার চিত্তে ঘুমে আছে!

32 views1 comment
bottom of page