top of page

বঙ্গবন্ধুকে নিবেদিত কবিতা : ভাস্বতী গোস্বামী




পতাকার পথে… সীমানার এপার থেকে মাঠজোড়া পতাকা দেখি। ভোরের সূর্য গড়িয়ে পড়ে তার বুকে, সবটুকু লাল নিয়ে। পতাকার দেশে আমি একটা দামাল ছেলেকে খুঁজি। মায়ের ছেলে না পতাকা, কাকে খুঁজতে বেরিয়েছি, মনে থাকে না আর। খোঁজার দৃষ্টি ধরে একটা মেরুদণ্ড খুঁজে পেয়েছি। তার ওয়ারিশ নিয়ে পৃথিবীর তামাম ফসলি জমিতে আগুন আর স্বপ্ন বুনছে কৃষক, শ্রমিক, যুবক ও প্রজন্মেরআগামী। কুণ্ঠা ভুলে জননী, আলো আর শব্দের স্তন গুঁজে দিচ্ছে শিশুর ঠোঁটে। ভোরের রক্ত, পতাকা না ফিনকি দেওয়া আলো, কার শিউলিতে মায়ের আঁচল ভরা, তা নিয়ে আর সংশয় থাকে না আমার…

bottom of page