top of page

বঙ্গবন্ধুকে নিবেদিত কবিতা : ফকির ইলিয়াস



আঙুলের অগ্নিচিহ্ন


পাতার কিরণ বুকে নিয়ে ছুটে চলা একদল

মানুষ;অথবা প্রবীণ দুপুর জড়িয়ে বয়ে চলা

কয়েকটি নদীর গল্প আমি যতবার তোমাকে

শোনাতে চেয়েছি,

ততবারই তুমি আনমনা হয়ে গিয়েছ, আর

বলেছ,- থাক ওসব কথা। পাতার আড়ালে

যে কীট, কিংবা নদীতে লুকিয়ে থাকা যে কুমীর-

ওরাই তো একদিন হত্যা করেছিল পিতাকে,

ওরাই একদিন বুলেটে বুলেটে ঝাঁঝরা করেছিল,

বাংলাদেশের বুক!

.

অবিশ্বাসী আকাশের ছায়ায় দাঁড়িয়ে

এখন আমি আর গল্প বলি না।

বরং তাঁর আঙুলের অগ্নিচিহ্ন দেখে,

যে কিশোর আবারও বলে ওঠে

' জয় বাংলা '-

আমি তার জন্যে পথে পথে রোপণ

করে যাই বৃক্ষ,

পুঁতে রাখি লালগোলাপের শিকড়,

অনন্ত কাল ধরে যে পুষ্প আলো ছড়াবে,

যে পাখি গানে গানে গাইবে,

শেখ মুজিবের কীর্তি-বন্দনা।

39 views0 comments
bottom of page