top of page

শোক দিবসের কবিতাঃ আবু মকসুদ



পনেরোই আগস্ট


একদিন ঘোর সন্ধ্যায়

একদল বাজ তাণ্ডব ঘটিয়ে...


সন্ধ্যায় সূর্য বিশ্রামে যায় বটে

ভোরে কে রুখে তাঁর গতি

বাজের উল্লাস স্তিমিত হলে

নতুন আলোয় চারদিক আলোকিত হয়


আলোকের এই ঝর্ণাধারা

প্রমাণিত সত্যের মতো

সূর্যের কোন ক্ষয় নাই, অক্ষয়

জীবনের পথে সে হেঁটেছে


অবিনশ্বর সময়ের পাড়ে তাঁকে

খুঁজতে হয় না, সে প্রকাশিত

আপন মহিমায়, ঈশ্বরের মতো

উজ্জ্বাল্য ছড়িয়ে সে প্রকাশিত


সেই সব শকুন নিশ্চিহ্ন হয়েছে

জুতা উৎসবের পরে তাদের

দেহ বিসর্জিত হয়েছে পুরানো

টাট্টিখানায়, এখন সেখানে নির্মিত


বেশ্যাদের শৌচাগার, উপযুক্ত

সমাধিতে শকুনেরা শ্বাস নেয়

নিয়তি কিছুই ভুলে না, ফিরিয়ে দেয়

বাজ শকুন, এ থেকে শিক্ষা নিতে পারে

9 views0 comments
bottom of page