top of page

শোক দিবসের কবিতাঃ শামীম আহমদ


সাবেক জল্লাদ

এখনো মজ্জাগত দুষে

হাড়ে হাড়ে ঘষে ঘষে আগুন তুলি শূন্যসায়রে

উঁচু মাথা নীচে নেমে আসে লাটিমের মতো ঘুরি-

বোবাস্রোত জন-কুণ্ডলী জন্মশিখর পেরিয়ে যায়

কবিতার ভাষা। আত্ম অসম্মান কে করেছে কবে ...


হাওয়ায় হাওয়ায় দৃষ্টিহারা চোখ

কে আসে যায় দেখিতে বিভ্রাট লাগে

তেলের ফানুসের মতো পুচ্ছপটে লন্ঠন শিখা

তেলের তেলেসমাতি দুরহঙ্কারে মাটির কুপি বড্ড সন্দিহান !


আধারের তরঙ্গে দোলে দোলে ওঠে টুকরো টুকরো হাসি

কাঠঠোকরার মতো হৃৎপিণ্ডে বসায় আগস্টের শেল

গগন কাঁপিয়ে আসে ঝাঁকে ঝাঁকে কথার মিছিল

বসেছিতো টেমসের তীরে এই ইংলিস্থানে বাংলায় -

কে গালি দেয় ? বুনিয়াদি পরম্পরায় মনে হয় ওরা সাবেক জল্লাদ !

44 views0 comments
bottom of page