top of page

শোক দিবসের কবিতাঃ ইকবাল হোসেন বুলবুল




হারিয়েছি পিতা আমি; পিতৃহীন নই


আমার জীবন

এই বেঁচে থাকা

দিন এবং রাত্রি

আমার মনের ধ্যান, যে কোনো স্বপ্নের রঙ থেকে

যে কোনো একটি শ্বাস অথবা হৃদ-স্পন্দন থেকে

একটি শব্দের ধ্বনি অথবা একটি বাক্য থেকে

হেঁটে যাওয়ার গতি অথবা বসার ভঙি থেকে


আমি তাঁকে চিনে নিতে পারি

আমি তাঁকে খুঁজে নিতে পারি।


আমার ইশারা

দৃষ্টির সীমানা

উচ্চারিত শব্দ ;

মৌনতার ভাষা

সৃষ্টির আনন্দ

আমার যে কোনো সুখ অথবা দুঃখের মুখ দেখে

যে কোনো বৃক্ষের ফুল অথবা পাতার রঙ দেখে

হাতের পতাকা দেখে, অথবা মাটির গন্ধ শুঁকে

সঙ্গীতের সুর শুনে অথবা কাব্যের শব্দ পড়ে


আমি তাঁকে চিনে নিতে পারি

আমি তাঁকে খুঁজে নিতে পারি।


দোয়েল শালিক

মৌটুসি মুনিয়া

ডাহুক পাপিয়া

কোকিলের গানে

ধানসিঁড়ি মধুমতী যমুনার মধুজল দেখে

কর্ণফুলী শীতলক্ষ্যা কুশিয়ারা নদী তীরে বসে

মেঘনা সুরমা আর গোমতীর গান শুনে শুনে

হাকালুকি তামাবিল টাঙ্গুয়ার বুকে মাথা রেখে


আমি তাঁকে চিনে নিতে পারি

আমি তাঁকে খুঁজে নিতে পারি।


হারিয়েছি পিতা আমি ; পিতৃহীন নই।

17 views0 comments
bottom of page