top of page

শোক দিবসের কবিতাঃ কামরুন নাহার




সুনয়না


তোমায় ডাকছি সুনয়না;

রাত পেরোবে আঁধার ভেঙে

পশ্চিম সূর্য আবার উদিত হবে পূর্বে

তুমি জেগে উঠবে সেই ভোরের আলোয় সুনয়না;


বৃষ্টিরা দৃষ্টি হারাক

মেঘেদের ঘুম ভাঙুক

রৌদ্র পড়ুক আঙুর লতায়

আর তুমি জেগে ওঠো…

মাঝিমাল্লার সুরে;

ক্লান্তির পরশ ভেঙে;


জানো তো;

মুজিব হারিয়ে গেছে অনেক বছর

প্রায় অর্ধ শত হলো;

তাই হয়তো সুনয়না;

তুমি আজও আলো দেখো না;

কেন দেখো না বলতে পারো!

সুবোধরা আসে না, তাই!

কেন আসে না?

তুমি কি তা বলতে পারো?


সুনয়না, মুজিবরা সুবোধ হয়ে

বারে বারে আসে না এই ধরণীতে;

এই বাংলার বুকে!

তুমি কি তা জানো না!

এ বাংলা কেন পারে না

সুবোধদের ধরে রাখতে;

বারবার হারিয়ে ফেলে এমন করে;

বলতে পারো?


সুনয়না!

অশ্রু, রক্ত, মায়া সব আছে;

তোমার আঁচলে বাঁধা;

তবুও যে কি নেই

কি জানি নেই!

হয়তো প্রেম

মাতৃপ্রেম বা দেশপ্রেম।


সুনয়না;

সুবোধরা তোমাদের আহ্বানের

অপেক্ষায় আজও প্রহর গোনে;

তবুও তোমরা ফিরে আসো না;

কেন আসো না!

মাকে কি আর মনে পড়ে না, সুনয়না!


একা কি খুব ভালো আছো!

সুনয়না!

যদি থাকো তবে থেকো, সুনয়না

নিজের মতো করেই থেকো

ভালো থেকো;

আর যদি পারো তবে সুবোধদের পাঠিয়ে দিও;

এই ধরণীতে, মাতৃক্রোড়ে;

তবে যদি সুবোধদের আহ্বানে;

তোমাদের চরণ ছুঁয়ে যায় এই মাটির ধরণীকে!

সুনয়না, তোমাদের অপেক্ষায় আজও এ ধরণী কাঁদে।

15 views0 comments
bottom of page