top of page

শোক দিবসের কবিতাঃ দিলু নাসের


শোকগাঁথা


আমার সকল ভালোবাসা ভরে সফেদ রঙের খামে

পাঠিয়ে দিলাম টুঙ্গিপাড়ায় জাতির পিতার নামে।

বাংলা -বাঙালি যার লাগি হলো বিশ্ব ভুবনে ধন্য

বিনম্র প্রাণে শ্রদ্ধা আমার সেই মুজিবের জন্য।


জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান

কোটি বাঙালির হৃদয়ের মাঝে রয়েছেন বহমান।

বাংলাদেশের ফুল- পাখি- নদী সবুজ বৃক্ষ পাতা

আগস্ট মাসে মুজিবের নামে লিখে যায় শোকগাথা।

যার আলোতে বঙ্গ ভুমিতে এলো আলোকিত ভোর

তাঁর শোকে হয় দেশেও বিদেশে বাঙালিরা শোকাতুর।


কামাল, জামাল, রাসেল সোনা এবং বঙ্গমাতা

তাদের জন্য সিক্ত আমার দুই নয়নের পাতা।

স্রষ্টার কাছে কাতর মনে করি আমি মোনাজাত

ওগো দয়াময় করো আলোময় তাহাদের আখেরাত।




18 views0 comments
bottom of page