top of page

শোক দিবসের কবিতাঃ মাশূক ইবনে আনিস



পনেরো আগস্ট


যতই বিচ্ছিন্ন করেছো তাঁকে ততই তাঁর কদর বেড়েছে জননীর কাছে, সন্তান জিজ্ঞেস করেছে মাকে— ও মা তিনি কি আসবেন না? কে তাঁর প্রাণ কেড়েছে— এমন নির্মমভাবে তাঁরই আপন নিবাসে, মা নিশ্চুপ, শুধু বলছেন ; চুপ থাকো! পাশের ঘরেই শ্বাপদেরা করে বসবাস, এখনো দাঁতাল সর্পগুলো তেড়ে আসে প্রতি ডিসেম্বরে, প্রতি মার্চে, প্রতিটি আগস্ট মাসের প্রতিটি দিনে প্রতিটি রাতে! সন্তান যুবক যুবতী তাঁর, তাঁরা বলে ও মা ; ভয় পেয়োনা মা, আমরা সকলেই মুজিব এখন আর ; পরাজিত ইয়াহিরা আমাদের কাছে পাতে হাত, দেখে নিও এরা নেবে আমাদের করুণাদান, পাকিস্তান এখন লজ্জা ঢাকার বস্ত্রের সন্ধানে, এদের করুণা করো, ভয় পেয়ো না আর, আমরা ওদের ফাঁসির পাটাতন রেখেছি তৈরি, আমাদের কুকুরও বীতশ্রদ্ধ আজ বঙ্গবন্ধুর খুনিদের নামে...


30 views0 comments
bottom of page