top of page

শোক দিবসের কবিতাঃ সাইফউদ্দিন আহমেদ বাবর


সেদিন ভোরে


সেদিন ভোরেও দেখা দিয়েছিলো

পূব আকাশে সূর্যের আভা

মসজিদে মসজিদে মুয়াজ্জিনেরা

করছিলো আযানের তোড়জোড়

গাছে গাছে পাখিরা জাগছিলো

উড়বার জন্য

আলস্য ঝেড়ে মুসল্লিরা ছাড়ছিলো

বিছানা

গ্রামে গ্রামে কৃষকেরা গরু লাঙ্গল

নিয়ে চলছিলো ক্ষেতে

দেশটা তার স্বাভাবিক নিয়মে

জাগছিলো সেদিন ভোরেও

শুধু একদল নর পিশাচেরা সে ভোরে

মেতেছিলো রক্ত খেলায়।

33 views0 comments
bottom of page