top of page

শোক দিবসের কবিতাঃ সাদিয়া নাজিব


রেণুর সন্তানেরা


রেণু কখনো কালো চাদর পরতে চায়নি

ওঁর সবুজ আঁচলে

সাতকোটি ফুল ছিলো

নক্ষত্র জ্বলজ্বলে।

কালো চাদরের পরিবর্তে

ওঁর সন্তানেরা এনেছিলো

টকটকে রক্ত পলাশ।

ওদের পিতা বলেছিলো,

"তোদের পাহারায় জেগে থাকবো আমি চিরকাল "।

"পুত্ররা আমার দেখিস, তোদের বোনেরা আর যেনো

সম্ভ্রম না হারায়, কোনো লজ্জা জন্ম দিয়ে নিগৃহীত না হয়"।


রেণুর সন্তানেরা ভালোবাসে লাল।

কালো চাদরে তোমরা ঢেকোনা রেণুর বত্রিশ।

23 views0 comments
bottom of page