top of page

আজকের কবিতা : মাশূক ইবনে আনিস





আমার প্রিয় পরিধান


অদূরে মেঘের ভাঙ্গা গুঁড়োগুলি

অঝোরে ঝরে পড়ছে

বৃষ্টির মতো,

আমি রাতের দ্রুতগামি ট্রেনের জানলা দিয়ে

যতোবার দেখলাম দৃশ্যটি

ততোবার;

কুকুরের আর্তনাদের সঙ্গে

আমার জীবনবৈচিত্র খোঁজে পেয়েছি

—এভাবে ; আমি অসন্তুষ্ট নয় হে জীবন

আমি ক্নান্ত!

গালিবের গজলও যেন; অসমাপ্ত আত্মজীবনগাঁথা

মেঘের মায়া ভেঙ্গেপড়া টুকরোগুলো

বন্ধন ছেঁড়া বৃষ্টি

সকলেই বৃষ্টি দেখে আন্দোলিত

দেখে না মেঘের বুকভাঙ্গা যাতনা

—মাতৃপ্রতিম মমত্বে।

bottom of page