top of page

আলোকিত একটি গ্রহের নাম: নজমুল হেলাল



বৈষম্যের দাবানলে শান্তি'র সবুজ অরণ্য পুড়ে

উধাও হ'য়ে যাচ্ছে শুধু নজরুল নেই ব'লে

এখনও অবমূল্যায়নের নির্মমতা'র খরায়

শ্রমিকের সোনাঘাম জলের দামে বেচাকেনা হয়

হর হামেশায় তামাশা'র পাত্রী হয়ে ওঠে আমাদের জীবন

শুধু নজরুল নেই ব'লে


শিকাগো শহর কাঁদে

মহান মে দিবস ব্যর্থ হ'য়

অনিশ্চয়তার আঁধার নেমে আসে

কল কারখানায় অনিয়মিত করণ হয় কাজ।

রেগুলার

শুধু পুঁজি বাড়ে পুঁজি পাচার হয় অলস টাকা তবুও

অথর্ব বৃদ্ধের মত পড়ে থাকে কুটিল কোন বারান্দায়

শুধু নজরুল নেই ব'লে


চিন্তা'র সজীব সতেজ শক্তিমান শরীর

ঘুমের বটিকা খেয়ে যেন বেঘোরে ঘুমায়

দাস দাসী হ'য়ে যায় কার যেন ইশারায়

মানুষ মানুষ থাকে না

স্বাধীন বিহঙ্গ হয় বারবার পরাধীন পাখি

শুধু নজরুল নেই ব'লে


অন্তরে বিপ্লবী আগুন আছে

সততা হীনতায় সাহস ম'রে যায়

দুর্নীতি'র হায়েনা খুবলে খায় শিক্ষিত সমাজ-শরীর

অসাম্প্রদায়িকতার নক্ষত্র ভাবনা এখনও লাঞ্ছিত

শুধু নজরুল নেই ব'লে

ধর্মব্যবসায়ী আর মুনাফাখোরের লোলুপ চোখ

তাদের বুকের সিন্দুকে ঘাপটি মেরে থাকে আজও

শুধু নজরুল নেই ব'লে


কাজী নজরুল ইসলাম

আলোকিত একটা গর্বিত গ্রহের নাম

আমরা তাঁর বাসিন্দা হ'লে

অশান্তি'র অন্ধকার কেটে যেত

ঋদ্ধ সমৃদ্ধ হতাম প্রাঞ্জ পৃথিবী পেতাম

জঞ্জাল স'রে যেত সঙ্কীর্ণতা'র

যেন মনে হয় নজরুল নেই ব'লে

যত ঝঞ্ঝাট কূপমণ্ডুকতা

প্রেমহীন পৃথিবী কখনও কখনও

শুধু নজরুল নেই ব'লে


38 views0 comments
bottom of page