top of page

জাগরণের কবি : আলিনুর চৌধুরী




জাগরণের কবি


(জাতীয় কবি কাজী নজরুল ইসলামের মৃত্যু বার্ষিকী স্মরণে)


হে প্রিয় কবি তোমার দুয়ারে

জেগে ছিলো ভোরের রবি,

বেজে ছিলো বজ্রধ্বনি রণতূর্য

লুফেছো চুমি বিদ্রোহী কবি।


ভোরের আলোয় গেয়ে ছিলে তুমি

সাম্যের গান,অমর দাবী,

মহাকালের মহা সাক্ষী অগ্নিবীণায়

আজও দেখি তার ছবি।


বাজে আজও তোমার সৃষ্টির চরণে

সাম্যের উল্লাস রণ ঢামাঢোল,

টলাতে পারেনি তব ঐ লৌহ শৃঙ্খল

ছেদিয়া ভেদিয়া বাজে দীপ্তির দোল।


এক হাতে প্রেম- বিগলিত সুর বাঁশরী

সাম্য নির্মাণে আবার বাঁধ ভাঙা রণতূর্য,

আহবান জোয়ারে জেগেছে জয়গান

জেগেছে উত্তাল ঢেউ নতুন সূর্য।


আরও কিছু দিন যদি থেকে যেতে

বহুরূপী পুঁজিবাদী এই সমাজে,

বর্ণ বর্মের আঘাতে হতো খান খান তব

উঠিতো বেজে নব জাগরণ সাজে।

6 views0 comments
bottom of page