top of page

বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম


"হারিয়ে গেছ অন্ধকারে-পাইনি খুঁজে আর,

আজ্‌কে তোমার আমার মাঝে সপ্ত পারাবার!

আজ্‌কে তোমার জন্মদিন-

স্মরণ-বেলায় নিদ্রাহীন

হাত্‌ড়ে ফিরি হারিয়ে-যাওয়ার অকূল অন্ধকার!

এই -সে হেথাই হারিয়ে গেছে কুড়িয়ে-পাওয়া হার!"


বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম, বাংলাদেশ তথা বিশ্বময় ছড়িয়ে থাকা বাংলা ভাষাভাষীদের অন্যতম প্রিয় কবি, বাংলা ভাষা ও বাংলাদেশের জাজীয় কবি। দ্রোহ এবং প্রেম দুটোই সমান্তরালে বয়ে গেছে নজরুলের লেখনীতে। দারিদ্র কখনোই তার কলমকে ধীর গতি করতে পারেনি। বরং আরো ক্ষুরধার হয়েছে কলম। ব্যক্তি জীবনে যিনি দুখু মিয়া হিসাবে পরিচিত। কিন্তু দারিদ্র্য, দুঃখ তাকে করেছে মহান। রুটির দোকানে কাজ করা, লেটোর দলে গান, নাটকে অভিনয় করা যেমন ছিল দুখু মিয়ার কাছে স্বচ্ছন্দের তেমনি সৈনিক জীবন যাপন ও করেছেন অবলীলায়। জীবন সংগ্রামে যে অবস্থায় যখন থেকেছেন না কেন সাহিত্য কর্মে তার কোনো ব্যাঘাত ঘটেনি বা তিনি বিরত থাকেননি।

মাথা উঁচু করে বাঁচার প্রেরণা দিয়েছেন, বল বীর বল চির উন্নত মম শির..


কাজী নজরুল ইসলাম নারীকে যেমন দেখেছেন প্রিয়া রূপে, তেমনি আবার নারী স্বত্বাকে সম্মান করেছেন অবলীলায়। পুরুষের সমকক্ষ এবং সহযাত্রী হিসেবে নারীকে যে মর্যাদা দেওয়া উচিত, তা কবি কাজী নজরুল ইসলাম 'নারী' কবিতাটির ভিতরে প্রকাশ করেছেন, যেমন;

"বিশ্বের মহান যা কিছু সৃষ্টি চির কল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর.."।

সময়ের চাইতে অনেক বেশি আধুনিক ছিলেন কবি নজরুল। হিন্দু এবং মুসলিম তাঁর কাছে ছিলো একই স্বত্বা। নজরুল একাধারে যেমন ইসলামি গান লিখেছেন, তেমনি আবার সংখ্যা উল্লেখযোগ্য শ্যামাসংগীত ও রচনা করেছেন। কবির ভাষায় "বিদ্রোহী রণ-ক্লান্ত, আমি সেইদিন হবো শান্ত

যবে উৎপীড়িতের ক্রন্দন রোল আকাশে বাতাসে ধ্বনিতে না..."

বিদ্রোহী কবিতার জন্য পেলেন বিদ্রোহী কবি উপাধি। অথচ চির প্রেমিক নজরুল মিষ্টিমধুর সব উপমায় নারীকে, প্রেমিকাকে সজ্জিত করেছেন। লিখেছেন " মোর প্রিয়া হবে এসো রানী, দেবো খোঁপায় তারার ফুল"।

নজরুলের ব্যক্তিগত জীবন কেটেছে প্রচণ্ড চড়াই-উৎরাই এর ভিতর দিয়ে। আমাদের প্রিয় কবি জন্মগ্রহণ করেছিলেন ১১ই জ্যৈষ্ঠ ১৩০৬ সাল ভারতের পশ্চিমবঙ্গের পশ্চিম বর্ধমান জেলার চুরুলিয়া গ্রামে। বিংশ শতাব্দীর প্রধান বাঙালি কবি ও সংগীতকার কাজী নজরুল ইসলাম তাঁর সাহিত্য কর্মের তেইশটি বছরে যে অরূপরতন বাংলা সাহিত্যে দিয়ে গেছেন, তার কোনো তুলনা হয়না। সাহিত্যের বিচিত্র শাখায় তার অবদান থাকা স্বত্বেও কবি হিসাবে তিনি প্রধানত পরিচিত। কবি নজরুলের লেখা ও সুর করা গান নজরুলগীতি হিসাবে বিশ্বময় পরিচিত।


আজ ১১ই জ্যৈষ্ঠ,বাংলাদেশের জাতীয় কবি এবং বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের জন্মদিন। শ্রদ্ধা ও ভালোবাসায় শিকড় পরিবার কবিতে স্মরণ করছে। শুভ জন্মদিন কবি।


- সাদিয়া নাজিব

সহযোগী সম্পাদক, শিকড়

32 views0 comments
bottom of page