top of page

জাতীয় কবি : নজমুল হেলাল




জাতীয় কবি

কাজী নজরুল হ'য়ে মসগুল বাড়ালো গৌরব প্রতিভা সৌরভ। নেই তো ভয় তাঁর কাজী দা' নাম যাঁর ; কাঁপালো দেশটা ঘুচাতে ক্লেশটা অগ্নিবীণাতে লাগলো চিনাতে শক্তি কারে কয় বাঙালি দুর্জয় ! সিনেমা নাটকে গান আর ফাটকে ছড়া আর কবিতায় কাজীরও আছে ঠায়। যেন অগ্নি ফুলকি ওঠে শুধু ঝলকি শাসকের দলটা বুজেছে সে ফলটা। বিদ্রোহে প্রেমটা হৃদয়ের ফ্রেমটা - ক'রে দেয় শক্ত বিশ্বের ভক্ত ! জাতীয় কবি তাই সবারই মাঝে ঠায় বিশ্বের দরবার জানে যে নাম তাঁর ! এই সেই ধূমকেতু হ'য়ে গেল প্রেমসেতু ; নজরুল-ই - শিক্ষা প্রেরণা'র দীক্ষা !

32 views1 comment
bottom of page