top of page

ঈদের বিশেষ কবিতাঃ কামরুন নাহার




কুরবানি


কুরবানি আমি দিয়েছিলাম গত জনমে;

আমার পিতা, মাতা, সন্তান;

সর্বোপরি এক সুন্দর মোহনীয় পরিবার।


কুরবানি আমি আবার দেবো

আমার হিংসা, দ্বেষ, অহংকার।

আমার হিংস্রতা, কার্পণ্য, হীনমন্যতার।


প্রতিবারই আমি জন্মি

আর কুরবানি দিয়ে যাই নতুন কিছু;

নতুন চিন্তা, নতুন পরিচয়, নতুন আত্মীয় পরিজন।

নতুন ভাষা, নতুন দেশ, এক নতুন ঠিকানা।


তবু কুরবানি হয় না আমার;

বারেবারেই ফিরে আসি নতুন করে;

নতুন জনমে আবার কুরবানি হবো বলে

.........................................



ঈদ আমেজ


এই শহরে কৃষ্ণচূড়া হঠাৎ হাসে;

সবুজগুলো লাল হয়ে যায়

পাতার ফাঁকে;

বসন্তকে বিদায় দিয়ে

তবুও গ্রীষ্ম আসে;

এই শহরের কৃষ্ণচূড়া

এমনি হাসে।


এই শহরে আনন্দরা

পাখির সুরে নাচে;

এই শহরে ঈদের আমেজ

ভিন্ন সুরে বাজে।


এই শহরে ক্লান্তিগুলো

আপনজনের মাঝে

এমনিভাবে মিলিয়ে যায়

ভালোবাসার সাজে;


এই শহরে ঈদ আসে রোজ

আনন্দ উৎসবে;

মিষ্টি মুখের শিশুগুলো

প্রজাপতির সাজে

সকাল বিকাল ঘুরে বেড়ায়

আনন্দ উৎসবে;


তাই দেখে হায়!

এই শহরের দুঃখগুলোও

নীরব চোখে হাসে।

এই শহরে ঈদগুলো

এমনি করেই আসে।

57 views1 comment
bottom of page