top of page

ঈদের বিশেষ কবিতাঃ সাদিয়া নাজিব



খোশ আমদিদ


আজ চাঁদ বলেছে ঘরে ঘরে

ঈদ এলো ঐ ঈদ

ত্যাগের মহিমা সুবাস ছড়িয়ে বলে

খোশ আমদিদ।

আহা খোশ আমদিদ।


আতর,সুরমা সাজালো যতনে

পাঞ্জাবি, টুপির নিখুঁত বুননে

ভাইয়ে ভাইয়ের মধুর আলিঙ্গনে

বাজলো আবার গীত।

ত্যাগের মহিমা সুবাস ছড়িয়ে বলে

খোশ আমদিদ

আহা খোশ আমদিদ।


খোদার হুকুমে হলো যে তপ্ত

খঞ্জরে লাগে কিসের রক্ত

মানুষের বিনিময়ে পশু কুরবানি

করলো ইমান শক্ত।


পিতা পুত্রের ত্যাগের মহিমা

গাইলো এ কোন গীত।

আকাশে বাতাসে ধ্বনিত হয়

খোশ আমদিদ, আহা খোশ আমদিদ।


................................................


দূর থেকে দূরে


নদী থেকে হৃদয় কতো দূরে?

ঘাস থেকে ফুল যত দূরে!

তেমনই দূরে আছে একটি ছায়া

পাশে পাশে

তবুও অধরা।


দূর আমার চিরকালই কাছে থেকেছে


দূরত্ব অহর্নিশি সঙ্গী পাশে পাশে

দুর্লংঘনীয় নিবিড় দূরত্বে

চিরসাথীর মতো।


নদী থেকে হৃদয় যত দূরে

হৃদয় থেকে নদী ও তত দূরে।

বুকের ভেতরের শূন্যতার ঢেউ

আছড়ে পড়েছে চোখের নদীতে।


শূন্য হৃদয় থেকে জলভেজা চোখ

এ দূরত্ব অনির্বাণ ভালোবাসার।

সবুজে ছেয়ে যাওয়া ঘাসে

তারার মতো অগণিত ফুটেছে

হৃদয় নিংড়ানো পুস্পদল।

ঘাস থেকে ফুল তবু দূরেই আছে অবিচল।

27 views1 comment
bottom of page