top of page

শুভ জন্মদিন: কথা সাহিত্যিক সেলিনা হোসেন




কথা সাহিত্যিক সেলিনা হোসেন বাংলাদেশের একজন প্রখ্যাত ঔপন্যাসিক। জন্ম ১৪ জুন ১৯৪৭ রাজশাহী জেলা। বাংলাদেশের আর্থ সামাজিক এবং রাজনৈতিক চিন্তা চেতনার প্রভাব তার লেখনীতে অত্যন্ত স্পষ্টভাবে প্রতিভাত। ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধের প্রসঙ্গ তার লেখায় বারবার ফুটে উঠেছে। সেলিনা হোসেনের গল্প এবং উপন্যাস বেশ কয়েকটি ভাষায় অনুদিত হয়েছে। তিনি ২০১৪ সালে বাংলাদেশ শিশু একাডেমির চেয়ারম্যান হিসাবে দায়িত্ব গ্রহণ করেন এবং দু'বছর তা পালন করেন। ২০২২ এর ফেব্রুয়ারি মাসে তিনি বাংলা একাডেমির সভাপতি হিসাবে দায়িত্ব গ্রহণ করেন। প্রায় ত্রিশ টির ও বেশি উপন্যাস, ১৪ টির মতো গল্প,কবিতা এবং শিশু কিশোর সাহিত্য, প্রবন্ধ ও বহুবিধ বিষয়ে সম্পাদনা করেছেন।


কথা সাহিত্যিক সেলিনা হোসেন এ পর্যন্ত অর্জন করেছেন অজস্র সম্মাননা। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ডিলিট হন (২০১৮) ডঃ এনামুল হক স্বর্ণপদক (১৯৬৯) বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার (১৯৮০) আলাওল সাহিত্য পুরস্কার (১৯৮১) চলচ্চিত্র পুরস্কার (১৯৯৭) ফিলিপস সাহিত্য পুরস্কার (১৯৯৪) ভাষা ও সাহিত্যে একুশে পদক (২০০৯) সাহিত্যে স্বাধীনতা পুরস্কার (২০১৮) সার্ক সাহিত্য পুরস্কার (২০১৫)


বাংলাদেশের সাহিত্য জগতে সেলিনা হোসেনের ভূমিকা এবং অবদান চির স্মরণীয় হয়ে থাকবে।


প্রখ্যাত ঔপন্যাসিক সেলিনা হোসেনের আজ জন্মদিন।


শুভ জন্মদিন (সম্মানিত কথা সাহিত্যিক সেলিনা হোসেন)


শিকড় পরিবারের পক্ষ থেকে জানাচ্ছে বিনম্র শ্রদ্ধা ও অকুন্ঠ ভালোবাসা।


সাদিয়া নাজিব

সহযোগী সম্পাদক শিকড়

42 views0 comments
bottom of page