top of page

কবি ও কবিতা : সাদিয়া নাজিব



উত্তম পুরুষ


তামাটে ঠোঁটের ফাঁকে

জ্বলন্ত সিগারেট টি ই ওর স্বাধীনতা।

হাঁটছে কখনো একা

রিক্সায় আনমনা।

বোতাম খোলা শার্টের ভেতর থেকে

উঁকি দিচ্ছে যুবকের বুকের ঘাস

প্রতিটি রোম কূপে ভালোবাসার নির্যাস।

মধ্য দুপুরে গনগনে সূর্যের নিচে দাঁড়িয়ে ও

কেমন করে তুমি একটি নারীর জন্যই

প্রেমানুভব করো!


মানিব্যাগে অনিশ্চিত ভবিষ্যতের তীব্র ছাপ

যতোই কটাক্ষ করুক

ক্ষয়ে যাওয়া সুকতলা

তবুও বলে যেতে হবে বহুদূর!

একটি নারীর জন্য

একটি শিশুর জন্য মমতা,

এভাবেই বুঝি অনুভব করো

তোমার স্বাধীনতা!

 

মধ্যম পুরুষ


লক্ষী মন্ত বউটি

ঘুমিয়ে আছে পাশে শয্যায়

শাড়ির ভাঁজে ভাঁজে আটপৌরে গন্ধ

হাতে লেগে আছে মশলা হলুদের ছাপ

তীব্র ভালোবাসায় কাছে টেনে নিয়েছি

ওকে বারবার


ভালো লাগায় বুক ভরে আছে!

তবু্ও জানালার ঐ পাশে

ছাদে যখন মালবিকা কাপড় শুকাতে দিচ্ছে

রোদে মেলে দিচ্ছে ওর ভেজা শরীর

কেন দেখতে ভালো লাগছে!

কেন ইচ্ছা করছে

ওর ছাদের উপরে

আমি-ই সূর্য হই!

 

নাম পুরুষ


ক্যাসিনো তে ভরাডুবি হবে!

উফ! ভাবাই যাচ্ছে না

যদিও লুসির বুকের ভাঁজে

এখনো হীরার লকেট টি দ্যুতি ছড়াচ্ছে

ওর চোখেও আমার মতো

মদ ভেজা ঘোর

লিপস্টিকের রঙ টা এখনো

শুষে নিতে পারি নি

ঝাঁ ঝাঁ করছে হুইস্কি ডোবানো

চোখ, ঠোঁট, মগজ


আরেকবার রিস্ক নেবো

লকেট টা তো এখনো আছে!

যদিও লুসির

তাতে কি!

ওর সব কিছুতেই আমার অধিকার

ওর শরীরের উপর

ওর আত্মার উপর।

আমি যা ইচ্ছা তা-ই করবো

কোনো কথা হবে না।


মেয়ে মানুষ

এতো কি কথা!

আমি জুয়ায় জিতবো, হারবো

উজাড় করবো হাজার হাজার লুসি

কোনো কোলাহল হবে না

চুপ!

একদম চুপ!

পৃথিবীর সব লুসিরা থাকবে আমার

পকেটে,

একদম চুপ!

চুপ!

 

অতিবাহন

পায়ে দীর্ঘ পথচলার উল্কি

ছুঁয়ে দেখি সেমেটিক রেখা

দুর্ধর্ষ গন্ধ!

চোয়ালের দৃঢ়তায় সুমেরীয় শৈলী

ইউফ্রেতিসের কোল ঘেষে

যে সব ঘাস উদগত হয়েছিলো

তার সবুজতা বুকে ঢেউ তোলে।


ঠোঁটের সেই পবিত্র শব্দ

বর্ণে ছন্দে ছবি আঁকে।

অভিজ্ঞতা ইতিহাস

লেপ্টে আছে ফিনিশিয় অবয়বে।

সভ্যতা,

পৃথিবীর বুক চিরে এফোঁড় ওফোঁড়

পাল তুলে চলেছো এগিয়ে

ধুলো কাদা মেখে

অক্ষরে,জ্ঞানে,শিল্পে

অজ্ঞাত সম্মুখে।

 

আগুনে অবগাহন

মধু সন্ধানে পিঁপড়ের মতো

সন্তর্পণে তোমার নাভি অতিক্রম শেষে

অরণ্যে লুকিয়ে থাকা ঝর্ণায়

স্নান করি পূণ্য

গঙ্গাজলে ও মেলে না

এই পবিত্রতা

কখনো হই দুর্ধর্ষ শিকারী

মৌ পানে

অসংযমী!

নারী,


তোমার চোখের গভীর আহবান

মগজে বুনো মোষ ক্ষেপিয়ে তোলে

নিতম্ব বেয়ে আসা

ভেজা চুল

বুকে ঢালে আগুনের স্রোত

মাতি আগুনে অবগাহনে

দুর্দম প্রনয়োল্লাসে

আমি পোকার রাজ্যে পিঁপড়ে হতে চাই

মনুষ্য রাজ্যে ব্যাধ

আর তোমার রাজ্যে ক্রীতদাস!


133 views0 comments
bottom of page