top of page

শোক দিবসের কবিতাঃ আবু জাফর সিকদার



বহে শোকের নহর


মেঘে ছিল ঢাকা, দূর নীলিমার গায়

কার কায়াতে চাঁদের জ্যোৎস্না লুকায়!

হাজার বছরে ডানা মেলে প্রজাপতি

শ্যামলিমা বঙ্গে গর্জে কোন ছত্রপতি?

.

বজ্রকন্ঠে বাজে প্রাণ বীণার নিক্বণ

পোড়ামুখি পঙ্গপাল ভঙ্গ দেয় রণ।

আসে দিন, যায় ; মহাকালের ধারায়

স্বপ্নগুলো ধীরে ধীরে ধুলোতে উড়ায়।

.

পরাজয় মানে নি, যে আঁধারের যাত্রী

ঘনিয়ে আসে ফের বিভীষিকার রাত্রি।

বাঙালির ঘরে ঘরে আজও মন মরা

বিনম্র শ্রদ্ধায় শুচি হোক এই ধরা ।

.

পদ্মা যমুনায় বহে শোকের নহর

কোথা গেলে বঙ্গবন্ধু শেখ মুজিবর!

24 views0 comments
bottom of page