top of page

শোক দিবসের কবিতাঃ ফারহানা খানম



১৫ আগস্ট


তোমার বজ্রনিনাদে মুক্তিকামী মানুষেরা এক হোল।

অস্তিত্ব আর মাতৃভূমি রক্ষায় প্রাণ দিল

স্বাধীনতার যুদ্ধে ,

বীর- বাঙালী ছিনিয়ে আনলো স্বাধীনতা

শৃঙ্খলিত মাতৃভূমির ।

অঙ্কিত হোল নতুন মানচিত্র '' বাংলাদেশ''

পৃথিবীর বুকে ,

তোমার বজ্রকন্ঠ আহ্বানে ।


তবুও ঘাতকেরা কেড়ে নিলো সেই মহৎ প্রাণ

নির্মম নিষ্ঠুরতায়

আগস্টের এই দিনে ,

রক্তের বন্যায় ভেসে গেলে তুমি আর

তোমার স্বজনেরা ।


ছিলে স্বাধীনতার অতন্দ্র প্রহরী

তুমিও রক্ষা পেলেনা ...

এ লজ্জা আমাদের

আমরা ভুলিনি তোমায় ভুলবোনা কোনোদিন

তোমায় জানাই সশ্রদ্ধ সালাম

একটি বাংলাদেশ আর বঙ্গবন্ধু তুমি , একই

পত্রপুটে ফুটে থাকা দুটি ফুল আমাদের

19 views0 comments
bottom of page