top of page

শোক দিবসের কবিতাঃ তানিয়া হাসান



বিধবা স্বাধীনতা


একটা সুন্দর, মানচিত্রের ভাঁজে ভাঁজে

উন্মুক্ত করেছিলো কমলা দুপুর

বরফিবৃষ্টির অপেক্ষায়।

তাহার স্নিগ্ধ ঝংকারে থমকে গিয়ে

গিরিপথ, লাশের গন্ধ গতরে মেখে

রেজিষ্ট্রেট হয়েছিলো আকাশী পিরান


ত্রিশলক্ষ রক্তবীজ বুনে আজও

বুক পকেট টুপটাপ করে অপুষ্ট সমীকরণ


বহুগামী লালায়িত সাইনবোর্ড

তোমারে আঁকতে পারেনি,উগরে দিয়েছে

অব্যক্ত সুন্দর!


সুউচ্চ গাম্ভীর্যে ইংগিত করা তর্জনী

হেরে গিয়েছে বিভাষিত মরীচিকায়

তোমায় আমরা ধারণ করতে পারিনি

হে মহত্ত্ব! হে পিতা! হে বন্ধু!


ধূসর রদবদলে বেওয়ারিশ

তাই লাল- সবুজের ক্ষেত্রফল

বিধবা স্বাধীনতার স্রোতে

বিকলাঙ্গ বিধান বিকিয়ে দিয়েছে

সাদা কইতরের আধিপত্য।

বসন্তকে বাজেয়াপ্ত করে

তবুও আমরা বিনিয়োগ করি

কৃষ্ণচূড়ার পাতা,তর্জমা করি

"আমরা তোমাদের ভুলবোনা"

26 views0 comments
bottom of page