top of page

স্বাধীনতা দিবসের কবিতা:আতিকা হাসান


একটা পতাকার জন্য


সম্পূর্ণ অনাত্মীয় বেদনার আঁচে জমে যায় হৃৎপিণ্ড

ধোঁয়ায় পুড়তে থাকে পালকছেঁড়া কুঁচকানো শরীর!

প্রতিরাতের নির্ঘুম অস্তিত্ত্বে পিলসুজে দপদপ করে আয়ুর সলতে,

সৃষ্টিতত্ত্বে অসংখ্য শহীদ মিনারের নমুনা- নকশা!


হায়েনার জিহ্বার বিষাক্ত ক্রোধে যেদিন

চুরমার রাতের অন্ধকার

তার জন্য প্রস্তুত ছিল না আকাশের চাঁদ

নগরের রাত প্রহরী

প্রভুভক্ত বিশ্বস্থ চোখ!

ছাই হলো বাতাস, বৃষ্টির মেঘ

টকবগে আগুন ফুটল চায়ের কাপে

চাষার কাস্তের ডগায়

মধুর ক্যান্টিনে

মানিকের "চা-পান-বিড়ি" দোকানের

বাঁশের মাচায়!


ঘোমটাপড়া সলজ বউটি দেখলো তার সর্বদা ঝিমানো পুরুষটির বাহুরতেজ

বুকের গভীরে পোষা জ্বলন্তলাভা!

সাড়ে সাত কোটি ঘরের দাওয়ায় বপন

হলো অগ্নিতন্তু বীজ,

ক্রমাগত চরকার খটখট শব্দে

দীর্ঘ নয়মাসের উদর কাটাকুটি করে

ভূমিষ্ট হলো সবুজ জমিনে লালবৃত্ত অহংকার।


বাঙালির রক্তে নেয়ে গেছে ছাপ্পান্ন হাজার বর্গ মাইলের শোণিত বুক!

এমন পবিত্রতা - শুধু বাংলা মায়ের জন্য!

শুধু একটা পতাকার জন্য...

25 views0 comments
bottom of page