top of page

স্বাধীনতা দিবসের কবিতা: নজমুল হেলাল



মুক্তিযোদ্ধা

মুক্তিযোদ্ধা

মনের মানুষ নির্ভয় এক প্রাণ

ব্যর্থতা তার পদতলে গায়রে জয়গান।

মুক্তিযোদ্ধা

সংগ্রামী চাষ গৌরবেরই অম্লান ইতিহাস

ছিনিয়ে আনা সাধ-পতাকা আনন্দেরই আশ্


মুক্তিযোদ্ধা

স্বপ্ন-সফল গর্বিত এক রূপ

দুঃসময়ে বন্ধু সে যে রয় নাকো সে চুপ।

মুক্তিযোদ্ধা

মায়ের বুকের বিপ্লবী বীর, বীরঙ্গনা ওরে

রাতের আঁধার ঘুচিয়ে দিয়ে সূর্য হয়ে ভোরে।


মুক্তিযোদ্ধা

চেতনায় ঘা জাগিয়ে তোলা বিশ্বসেরা বাঁশি

স্বাধীনতার স্বপ্ন দেখায় মিষ্টি চাঁদের হাসি।

মুক্তিযোদ্ধা

শান্তিকামী খোদার প্রিয় অশান্তির যমদূত

বিজয়েরই অরুণোদয় দেশেরই প্রাণ শিল্পতে নিঁখুত।


মুক্তিযোদ্ধা

মহান ত্যাগের অমর দলিল কষ্টকে হারমানা ;

সৌধ-স্মৃতির পুষ্পেভরা সত্য সফল সেনা


32 views0 comments
bottom of page