top of page

স্বাধীনতা দিবসের বিশেষ কবিতা: সাইফুল্লাহ মাহমুদ দুলাল

Updated: Mar 26, 2023


আমরা গ্রেফতার হয়েছি, জেল খেটেছি


আমরা চোর, আমরা ছিনতাইকারী,

আমরা আন্তর্জাতিক সন্ত্রাসী।

অপরাধী বলে পুলিশ, সেনাবাহিনী আমাদের গ্রেফতার করে।


আমি জ্যঁ ক্যুয়ে,

প্যারিসের অর্লি বিমানবন্দরে ছিনতাই করেছি পাকবিমান

ত্রাসের বিনিময়ে চেয়েছি ত্রাণ,

কুড়ি টন ওষুধ স্বজনের সামান্য শান্তির জন্য।


আমি মারিও রয়ম্যান্স,

বেলজিয়ামের মিউজিয়াম থেকে চুরি করেছি-

১৫ বাই ১৭ ইঞ্চি দ্য লাভ লেটার,

মুক্তিপণের যুক্তি এবং চুক্তি ছিলো- ২০০ মিলিয়ন ফ্রাংক।


পাঁচ বিদেশি আমরা কারাগারে ছিলাম-

রিচার্ড টেলর, এলেন কনেট, গর্ডন স্ল্যাভেন

আমার গ্রেফতার হয়েছি, আমরা জেল খেটেছি-

আমাদের ক্ষুধার্ত বোনদের, আমাদের শরণার্থী ভাইদের জন্য,

পূর্ব পাকিস্তানের জন্য!

টরন্টো, জানুয়ারি ২৮, ২০২১

[বিঃ দ্রঃ আমাদের মুক্তিযুদ্ধের পক্ষে কাজ করার জন্য পাঁচ+ জন বিদেশি বন্ধু গ্রেফতার হন এবং জেল খাটেন। তাঁরা হলেন- জ্যঁ ইউজিন পল জ্যঁ ক্যুয়ে, মারিও রয়ম্যান্স, এলেন কনেট, গর্ডন স্ল্যাভেন, রিচার্ড টেলর এবং সহকর্মীরা। প্যারিসে বিমান ছিনতাইকারী জ্যাঁ (৩ ডিসেম্বর ১৯৭১-১০ অক্টোবর ১৯৭৩ পর্যন্ত) বেলজিয়ামে শিল্পকর্ম চোর মারিও রয়ম্যান্স(৬ অক্টোবর ১৯৭১ থেকে ডিসেম্বর ১৯৭১)। আমেরিকায় বাল্টিমোর বন্দরে পাকিস্তানি যুদ্ধ জাহাজ পদ্মার বিরুদ্ধে ৫টি প্রতীকী ডিঙি নৌকার নিয়ে প্রতিবাদের অভিযোগে রিচার্ড টেলর সঙ্গীসহ (১৪ জুলাই ১৯৭১-১৫ জুলাই ১৯৭১) আর যুক্তরাষ্ট্রের এলেন কনেট এবং গর্ডন স্ল্যাভেন যশোরের শিমুলিয়া মিশন থেকে (৪ অক্টোবর ১৯৭১-৭ ডিসেম্বর ১৯৭১) গ্রেফতার হয়ে জেল খাটেন।]

54 views0 comments
bottom of page