top of page

স্বাধীনতা দিবসের কবিতা:শামীম এ এ কবীর


যুদ্ধ


অসম যুদ্ধে লড়ছি যখন স্বাধীনতার জন‌‌্য

রুদ্ধ জীবন, বিদ্রোহী ক্ষণ, মহারণ চীর বন‌্য

ভেঙ্গে অবরোধ চূর্ণ বিচূর্ণ যত্র তত্র বাঁধা

যুদ্ধ হবে চরম আঘাত চোখ ঝলসানো ধাঁধা।

দূর্বল ভেবে চাপিয়ে দিয়েছ যুদ্ধ যখন ঘাড়ে

আমিও পারি বুঝবে তুমিও ভাড়ে কাটে কত ধারে

যুদ্ধ যখন ঘাড়ে চেপে বসে যুদ্ধ ছাড়া কি গতি

মুক্তি পাগল, স্বাধীন চেতা বিদ্রোহী বাঙ্গালী জাতি।

ক্ষতের জবাব বিনা প্রতিশোধে পেয়ে যাবেনাকো ছাড়

হায়েনার মত সর্বগ্রাসী হতে পার যতবার

আমরাও পারি সিংহের মত রণহুঙ্কার দিতে

তুমি কাপুরুষ কালো রাত্রিতে আগ্রাসী আচম্বিতে।

ফলশ্রুতিতে লড়তে হবে, লড়াই লড়াই খেলা

বিন্দু বিন্দু, ইঞ্চি ইঞ্চি লড়াই সারা বেলা

হয়ত জীবন থাকবে নয়তো লড়ে লড়ে হবে শেষ

ছেড়ে নয় কথা, ধুলো মাটি জল, সোনার বাংলাদেশ।

16 views0 comments
bottom of page